নতুন বাংলাদেশ উপহার দেবে বিএনপি : মিজানুর রহমান মিনু

11 January 2025
No image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশ পুনর্গঠনের বিএনপির ৩১ দফা রয়েছে। ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে বিএনপি এই দফা বাস্তবায়ন করে নতুন এক বাংলাদেশ উপহার দেবে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, এ দেশে আর ফ্যাসিজম কায়েম করতে দেওয়া হবে না।

রাজশাহীতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহী জেলার সভাপতি আহমদ সফিউদ্দিন।

News Courtesy:

নতুন বাংলাদেশ উপহার দেবে বিএনপি : মিজানুর রহমান মিনু

Comments