গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে সংলাপ

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগে ধারাবাহিক সংলাপ শুরু করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। এতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমদ সফি উদ্দিন।

News Courtesy:

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে সংলাপ | বণিক বার্তা

Comments