‘রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না’

খুলনায় ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন। তাঁরা বলেছেন, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করতে হবে।

গতকাল শনিবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংককুয়েট হলে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়োজন করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগে ধারাবাহিক সংলাপ শুরু করেছে।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ।

News Courtesy:

‘রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না’

Comments