সংস্কারের সাথে জীবনমান উন্নয়নে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান

সংস্কারের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

তিনি বলেন, সংস্কার নিয়ে আলাপ চলুক, উন্নতি না দেখাতে পারলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রমনার বিআইএসএস মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এই সংলাপের আয়োজন করে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য দেন সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সাবেক এনবিআর চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, বারবিডার সভাপতি আবদুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুনমুন মাহজাবীন।

সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সংস্কার করে নির্বাচন করা বাস্তবসম্মত নয়। আগের সরকার গণতন্ত্র ও উন্নয়নকে আলাদা করে দেখতে চেয়েছিলেন। তাদের বয়ান ছিল আগে খাদ্য ও উন্নয়ন এরপর গণতন্ত্র। তাদের এ দাবি সত্য না।

 

News Courtesy:

সংস্কারের সাথে জীবনমান উন্নয়নে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান

 

Comments